Door43-Catalog_bn_tn/1TI/03/06.md

2.1 KiB

তিনি যেন নতুন পরিবর্তিত ব্যক্তি না হন

"তিনি যেন নতুন বিশ্বাসী না হন" বা, তিনি এমন ব্যক্তি হবেন না যিনি কিছু দিনের মধ্যে বিশ্বাসী হয়েছেন" বা, তিনি একজন পরিপক্ক বিশ্বাসী হবেন৷"

এবং দিয়াবলের মতো বিচারে পতিত হন

"দিয়াবলের মতই অহংকারী হয়ে পরে এবং তারফলে দিয়াবলের মতো তিনও দন্ড পান৷"

বাইরের লোকেদের মধ্যেও যেন তাঁর ভাল সুনাম থাকে

"এটি খুবই গুরুত্বপূর্ণ যে, যেন তারাও তাঁর বিষয়ে ভাল চিন্তা করে যারা যীশুকে বিশ্বাস করে না" বা, "যারা মণ্ডলীর বাইরে আছে তারাও যেন তাঁর বিষয়ে ভাল চিন্তা করে৷" (UDB)

লজ্জার কারণ হন

"নিজের উপর লজ্জা ডেকে আনেন" বা, "অন্য কাউকে তিনি অগ্রাহ্য করার কারণ দেন৷" (দেখুন; তিরস্কার)

দিয়াবলের........ফাঁদে পড়ে যান

"তাঁকে ফাঁদে ফেলার জন্য দিয়াবলকে অনুমতি দেওয়া৷" শয়তান ফাঁদ বা জাল পেতেছে, এটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে যার অর্থ হল, শয়তান ছলনা করে একজন বিশ্বাসীকে অজ্ঞানত ভাবে পাপ করায়৷ (দেখুন রূপক অর্থ)