Door43-Catalog_bn_tn/1TI/03/01.md

2.3 KiB

একজন স্ত্রীর স্বামী

এই শব্দটির মানে হল, "একজন পুরুষের একজন স্ত্রী৷" এটিকে সাধারণত এইভাবে অনুবাদ করা হয়েছে, "অবশ্যই একমাত্র একটি স্ত্রী থাকবে৷" (UDB) যে সমস্ত পুরুষের স্ত্রী মারা গেছে বা, যাদের বিবাহবিচ্ছেদ হয়েছে, বা, যারা অবিবাহিত তাদের বাদ দেওয়া হয়েছে কি না সেই বিষয়ে অনেক তর্কবিতর্ক হয়৷

মিতাচারী

"অতিরিক্ত কিছু করেন না৷"

বিচক্ষণ

"বুদ্ধিপূর্ণভাবে যিনি চিন্তা করেণ৷" বা, "যিনি নিখুঁত বিচারধারার ব্যবহার করেন৷" বা, "যুক্তিসঙ্গত৷" বা "বিচারবুদ্ধিসম্পন্ন৷" বা, "বুদ্ধিমান৷"

সুশৃঙ্খল

"ভালো ব্যবহার করেন৷"

অথিতিপরায়ণ

"অপরিচিত ব্যক্তিকে স্বাগত জানায়৷"

মদে আসক্ত নন

"একজন মাতাল নন৷" বা, "অতিরিক্ত মদ পান করেন না৷"

ঝগড়াটে নন

"এমন ব্যক্তি না যিনি ঝগড়া ও তর্ক করতে ভালবাসেন৷"

অর্থলোভ

এই ধরনের ব্যক্তিও হতে পারে যে সরাসরিভাবে চুরি করে বা ঠকায়৷ আবার, এই ধরনের ব্যক্তিও হতে পারে যে সত্পথে অর্থ লাভ করে কিন্তু অন্যান্য লোকেদের বিষয় সে ভালকরে চিন্তা করে না৷

একটি ভাল কাজ

"একটি সম্মানজনক কাজ৷"