Door43-Catalog_bn_tn/1TI/02/13.md

2.4 KiB

আদমকে প্রথম গঠন করা হয়েছিল

"আদমকেই ঈশ্বর প্রথম গঠন করেছিলেন৷" বা, "ঈশ্বরের মাধ্যমে আদমকে প্রথম সৃষ্টি করা হয়েছিল৷"

পরে হবাকে

"পরে হবাকে সৃষ্টি করা হয়েছিল৷" বা, "পরবর্তীতে হবা ছিলেন৷"

এবং আদম প্রতারিত হলেন না

"আদম হলেন সেই ব্যক্তি যিনি সাপের মাধ্যমে প্রতারিত হন নি৷"

সীমালংঘন করার জন্য সম্পূর্ণরূপে প্রতারিত হলেন

"ঈশ্বরের আদেশের অবাধ্য হওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রতারিত হলেন৷" এই অনুচ্ছেদ অনুযায়ী প্রধান কারণ আদম ছিলেন না কিন্তু হবা, যিনি (প্রথম) ঈশ্বরের নিয়মের অবাধ্য হয়েছিলেন৷ তিনি পাপ করেছিলেন কারণ তিনি সম্পূর্ণভাবে প্রতারিত হয়েছিলেন৷

সন্তান গর্ভে ধারণ করার মাধ্যমে তিনি উদ্ধার পাবেন

"ঈশ্বর তাকে জীবনের সাভাবিক গতিধারার মধ্যে দিয়ে সুরক্ষিত রাখবেন৷" (দেখুন বাক্যালংকার)

যদি তারা ক্রমাগত

"যদি তারা স্থির থাকে৷" "যদি তারা ক্রমাগত বসবাস করে৷"

বিশ্বাসে, প্রেমে ও পবিত্রতায়

"যীশুতে নির্ভরশীল, অন্যকে ভালবাসার মাধ্যমে এবং পবিত্র জীবনযাপন করে৷"

মনের স্থিরতার সঙ্গে

"আত্মসংযমের সঙ্গে৷" বা, "কোনটা ভালো সেই বিষয়ে স্বচেতন থেকে৷"