Door43-Catalog_bn_tn/1TI/02/08.md

1.9 KiB

সব স্থানে পুরুষেরা

"পুরুষেরা সমস্ত জায়গায়৷" বা, "পুরুষেরা সব জায়গায়৷"

এবং তুলে ধরতে

"তুলে ধরার মাধ্যমে৷" বা, "তুলে ধরে ৷"

পবিত্র হাত

"যে হাত ঈশ্বরের জন্য আলাদা করা হয়েছে৷" এটি একধরনের বাক্যালংকার যা একজন ব্যক্তির জন্য ব্যবহার করা হয়েছে যিনি পাপকে এড়িয়ে চলেন৷ (দেখুন বাক্যালংকার)

রাগ এবং সন্দেহ ছাড়া

"একজনের সঙ্গে কোনো রকম রাগ প্রকাশ ও বিতর্ক ছাড়া৷" বা, "এইভাবে যা সমস্ত মানুষ ও ঈশ্বরের প্রতি প্রকৃত সম্মান জানায়৷"

সন্মনের সঙ্গে

"এমন ভাবে যা কিনা কোনো ভাবেই তাদের প্রতি ভ্রান্তি মূলক মনোযোগ নয়" বা " এমন ভাবে যা দেখায় ইশ্বরের ও তার লোকেদের প্রত্রী যথার্থ সম্মান|"

বেণী করা চুল

"তাদের চুলকে সুন্দর করে তোলার জন্য কঠোর পরিশ্রম করা৷"

ভালো কাজের মাধ্যমে ধার্মিকতাকে প্রকাশ করা

"তারা তাদের ভালো কাজের মাধ্যমে দেখাতে চায় যে তারা ঈশ্বরের৷"