Door43-Catalog_bn_tn/1TI/02/01.md

1.2 KiB

প্রথমে

"সবথেকে গুরুত্ত্বপূর্ণ৷" বা, "কোন কিছুর পূর্বে৷" এটি প্রার্থনার রীতি (অনুরোধ করা, প্রার্থনা, মধ্যস্থতা ও ধন্যবাদ দেওয়া) যা খুবই গুরুত্বপূর্ণ৷ পৌল এমন বলছেন না যে, তিনি এটি প্রথম অনুরোধ করছেন, এটি এমন না যে বিশ্বাসীরা প্রথমে সব মানুষের জন্য প্রার্থনা করবে৷

আমি অনুরোধ করি

"আমি মিনতি করি৷" বা, "আমি চাই৷"

মর্যাদা

"এক অর্থে যেন, এইজন্য সমস্ত মানুষ আমাদের সম্মান করে৷" যখন ধার্মিকতায় যুক্ত হয়, এর অর্থ, "যেন সমস্ত মানুষ ঈশ্বরকে মহিমা ও আমাদের সম্মান করে৷"