Door43-Catalog_bn_tn/1TI/01/05.md

2.3 KiB

আদেশের উদ্দেশ্য

"নির্দেশের উদ্দেশ্য৷" অথবা, "আমরা প্রেরিতেরা তোমাদের যা করতে বলি৷"

আজ্ঞা

অথবা, "আদেশ৷"

প্রেম

সম্ভবত এর মানে হল ১) ঈশ্বরের প্রতি প্রেম (UDB) অথবা, একজন প্রতিবেশীর জন্য প্রেম৷

পবিত্র হৃদয় থেকে

"কোন কিছু যখন তুমি কর তার মধ্যে যেন পাপের বাসনা না থাকে৷"

সৎ বিবেক

"একটি বিবেক যা মন্দ থেকে ভালো বিষয়কে বেছে নিয়েছে৷" এমন বিবেক যা মন্দ থেকে ভালো বিষয়কে বেছে নিতে পারে৷"

ছলনাবিহীন

"সৎ" অথবা, "সত্য" অথবা "কপটতা বিহীন", এটি নাট্টমঞ্চের অভিনেতার বিপরীত৷

ব্যবস্থা

মশির ব্যবস্থাকে বোঝানো হয়েছে৷

কিন্তু তারা বোঝে না

"যদিও তারা বোঝে না," অথবা "তবুও তারা বোঝে না৷"

যে বিষয়ে তারা জেদ ধরে

"যা তারা খুব জোর দিয়ে বলে", অথবা, যা তারা নিশ্চয়তার সঙ্গে বলে৷"

কিন্তু

"এখন"

আমরা জানি যে, ব্যবস্থা ভালো

"আমরা বুঝতে পারি যে, ব্যবস্থা ব্যবহার যোগ্য", অথবা, আমরা জানি যে, ব্যবস্থা লাভজনক৷"

যদি কেউ এর ব্যবহার নিয়ম মেনে করে

"যদি কেউ এর ব্যবহার সঠিক ভাবে করে" অথবা, "যেমন নিয়ম দেওয়া হয়েছে যদি কেউ সেই মতো এর ব্যবহার করে৷"