Door43-Catalog_bn_tn/1TH/05/04.md

2.8 KiB

=

F27লোকেরা পছনদ করে না যারা অন্ধকার জগতে থাকে "তাদের পছন্দ করেনা যারা অসাধু জগতের যারা অন্ধকার জগত ভালবাসে"

যে দিন চোরের মত তোমাকে ছাড়িয়ে যায়

দিনের জন্য যখন প্রভু আসেন তোমরা বিস্মিত হবে না একটি চোর তার শিকারের কাছে চমকের মত. টিএ: "তোমাকে অপ্রস্তুতঅবস্থায় ধরবে " (দেখ:বাক্যালংকার)

তোমরা আলোর জগতের সন্তান অন্ধকার রাত্রের সন্তান না ... না

"দীপ্তির সন্তান" খ্রিষ্টের অনুসারীদের বোঝানো হয়েছে এবং "রাতে সন্তান" এ সব অন্যদের যারা বিশ্বের অনুসরণ করে তাদের বোঝায়.

এসো আমরা বাকিদের মত না ঘুমাই

    পৌল গণনা করেন ঘুমন্তদের সচেতন করা হবেনা যে যীশু জগতে আসবেন বিচারের জন্য টি এ "আমাদেরকে অন্যদেরমত ভেবো না যারা যীশুর ফিরে আসার ব্যপারে সচেতন নয় "(দেখ: রূপক)

.

আমাদের "আমাদের" পৌল এবং থিষলনীকীয় বোঝায় . ( দেখ : সমেত)

ঘড়ি রাখ এবং সংযত হও

আমাদের খ্রীষ্টের এর ফিরে বিষয়ে সতর্ক হতে হবে এবং স্ব

নিয়ন্ত্রিত করতে হবে.

যারা রাত্রে ঘুমায়

ঠিক যেমন রাত্রে হয় যখন লোকে ঘুমায় এবংজানেনা কি হচ্ছে , এটাপৃথিবীর মানুসের সাথে হয় এবংতারা জানেনা যে খ্রিষ্ট ফিরে আসবেন ,
(দেখ: রূপক)

যারা মাতাল রাতে এরকম করে

পৌল গণনা করেন রাতে যখন মানুস মাতাল হয় তখন খ্রিষ্টের ফিরে আসা সম্বন্ধে অচেতন থাকে তারা আত্মিক নিয়ন্ত্রণে বেচেঁ থাকে না . (দেখ: রূপক)