Door43-Catalog_bn_tn/1PE/04/03.md

915 B

পিতর খ্রীষ্টের জন্য বিশ্বাসীদের কষ্টভোগের মূল্য সম্মন্ধে তাঁদের বলেছেন|

যৌনক্ষুধা চরিতার্থ

করণ,আবেগ,উন্মত্ততা,মদ্যপানউতসব,বন্য দল এবং জঘন্য মুর্তিপুজা

"যৌন পাপ,মন্দ ইচ্ছা,উন্মত্ততা,বন্য ও মাতলামো দলগুলি এবং মূর্তি পূজা যেগুলি ঈশ্বর ঘৃনা করেন"|

সুসমাচার প্রচার হয়েছিল

"খ্রীষ্ট শুভসংবাদ প্রচার করেছিলেন"(ইউডিবি) (দেখো:সক্রিয় অথবা নিস্ক্রিয়)|