Door43-Catalog_bn_tn/1PE/01/24.md

643 B

মানুষ মাত্রই ঘাসের মত

"ঘাস যেমন মরে যায় তেমনি সব মানুষই ধ্বংস হবে.(ইউডিবি)(দেখো:উপমা)

তাদের সব মহিমা ঘাসের ফুলের মত

"এবং মানুষের সব মহিমা চিরতরে শেষ হবে"(ইউডিবি)(দেখো:উপমা)

এই বার্তা ঘোষণা করে

"যে বার্তা আমরা ঘোষণা করি"(দেখো:সক্রিয় বা নিষ্ক্রিয়)