Door43-Catalog_bn_tn/1PE/01/06.md

1.1 KiB

তুমি আনন্দিত হও . এ পদে ১;৩

৫ সব আশির্বাদের কথা উল্লেখ করা হয়েছে "তুমি আনন্দিত ঈশ্বর যা করেছেন"

তোমার দুঃখটাকে অনুভব করার প্রয়োজন আছে

"তবেই সুখটা সঠিক অনুভব করতে পারবে দুঃখের চেয়ে"

সোনা বহু মূল্যবান

"ঈশ্বরের মুল্য সোনাচেয়েও বেশি"

আগুন ধ্বংস করে আমাদেরও বিশ্বাসের পরীক্ষা দিতে হবে আগুনের মধ্যে দিয়ে "যদিও সোনাকে আগুন দ্বারা পরীক্ষা করা হয় তা চিরকালের জন্য স্থায়ী হয় না"

প্রভু যীশুর প্রকাশেরর সময়

"যখন প্রভু যীশু খ্রীষ্ট আসবেন"