Door43-Catalog_bn_tn/1JN/05/18.md

1.1 KiB

আমরা তা জানি

“আমরা” বলতে সব বিশ্বাসীদের বোঝানো হয়েছে| (পরিবেষ্টক দেখুন)

পাপ করে না

“স্বভাবসিদ্ধভাবে পাপ করেনা|” (UDB)

সমগ্র জগত শুয়ে আছে

“জগত” একটি লক্ষ্যার্থক শব্দ যা শয়তানের দ্বারা শাসিত জাগতিক নিয়মকে বোঝায়| (লক্ষ্যার্থক শব্দ দেখুন)

সেই মন্দে

“সেই মন্দ” একটি লক্ষ্যার্থক শব্দ যা শয়তানকে বোঝায়| (লক্ষ্যার্থক শব্দ দেখুন)

এবং সমগ্র জগত সেই মন্দে শুয়ে আছে

এটি অনুদিত হতে পারে “শয়তান জগতের সমস্ত অবিশ্বাসীদের নিয়ন্ত্রণ করে”