Door43-Catalog_bn_tn/1JN/05/13.md

1.4 KiB

এই বিষয়গুলি

“এই পত্র”

তোমাদের প্রতি যারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস কর

“নাম” এই শব্দটি ঈশ্বরের পুত্রকে বোঝায়| বিকল্প অনুবাদ : “তোমাদের প্রতি যারা ঈশ্বরের পুত্রে বিশ্বাস কর|” (লক্ষ্যার্থক শব্দ দেখুন)

এবং এটিই প্রত্যয় যেটা আমাদের তাঁর সামনে আছে

“ এবং যেহেতু আমরা ঈশ্বরের পুত্রে বিশ্বাস করি তাই আমরা এই বিষয়ে নিশ্চিত হতে পারি”

যদি আমরা তাঁর ইচ্ছানুসারে চাই

“যদি আমরা সেইসব বিষয়ের জন্য অনুরোধ করি যা ঈশ্বরের পুত্র চান”

আমরা জানি যে আমরা তাঁর কাছে যা চেয়েছি তা পেয়েছি

“আমরা জানি যে আমরা তাঁর কাছে যা চেয়েছি তা প্রাপ্ত করেছি”