Door43-Catalog_bn_tn/1JN/05/09.md

1.4 KiB

যদি আমরা মানুষের সাক্ষ্য গ্রহন করি, ঈশ্বরের সাক্ষ্য মহত্তর

বিকল্প অনুবাদ: “মানুষ যা বলে আমরা যদি তা বিশ্বাস করি, তবে ঈশ্বর যা বলেন আমাদের উচিত তা বিশ্বাস করা কারণ ঈশ্বর সর্বদা সত্য বলেন|

যে ঈশ্বরের পুত্রকে বিশ্বাস করে তার নিজের মধ্যেই সাক্ষ্য আছে

বিকল্প অনুবাদ : “যারাই যীশুকে বিশ্বাস করে তারা নিশ্চিতভাবেই জানে যে তিনি ঈশ্বরের পুত্র”

তাঁকে মিথ্যাবাদী করেছে

“ঈশ্বরকে মিথ্যাবাদী বলছে”

কারণ ঈশ্বর তাঁর পুত্রের বিষয়ে যে সাক্ষ্য বহন করেছিলেন তা সে বিশ্বাস করেনি

“ কারণ ঈশ্বর তাঁর পুত্রের বিষয়ে সত্য বলেছিলেন তা সে বিশ্বাস করেনা|”