Door43-Catalog_bn_tn/1JN/05/01.md

1.9 KiB

ঈশ্বর থেকে জাত

“ঈশ্বরের একজন সন্তান”

তাঁকে যিনি পিতা হয়েছিলেন

“পিতা”| বিকল্প অনুবাদ: “তাঁকে যিনি আমাদেরকে তাঁর সন্তান করেছেন৷”

তাঁকেও প্রেম করেন যিনি তাঁর থেকে জন্মেছিলেন

“তাঁর সন্তানকেও প্রেম করেন|” বিকল্প অনুবাদ : “তাঁর সন্তানদেরও প্রেম করেন|”

এর দ্বারা আমরা জানি যে আমরা ঈশ্বরের সন্তানদের প্রেম করি, যখন আমরা ঈশ্বরকে প্রেম করি এবং তাঁর আজ্ঞাসমূহ পালন করি

“যখন আমরা ঈশ্বরকে প্রেম করি এবং তিনি যা করতে আজ্ঞা করেন তা করি, তখন আমরা জানতে পারি যে আমরা ঈশ্বরের সন্তানদের প্রেম করি”

কেননা এটাই ঈশ্বরের প্রতি প্রেম, যে আমরা তাঁর অজ্ঞাসমুহ পালন করি

“কেননা যখন আমরা তিনি যা আজ্ঞা করেছেন তা করি সেটাই ঈশ্বরের প্রতি সত্য প্রেম”

এবং তাঁর আজ্ঞাগুলি বোঝাস্বরূপ নয়

“এবং তিনি যা আজ্ঞা করেন তা একটি বোঝা নয়” অথবা “ এবং তিনি যা আজ্ঞা করেন তা পালন করা কঠিন নয়|”