Door43-Catalog_bn_tn/1JN/04/01.md

2.0 KiB
Raw Permalink Blame History

প্রত্যেকটি আত্মাকে বিশ্বাস করোনা

:১

৩ পদে “আত্মা” শব্দটি একটি আত্মিক শক্তি বা ব্যাক্তিক্তকে বোঝায় যা একজন ব্যক্তিকে একটি বার্তা বা ভাববাণী প্রদান করে| এটি এইভাবে অনুদিত হতে পারত “ প্রত্যেকজন ভাববাদীকে বিশ্বাস করোনা যারা একটি আত্মা থেকে একটি বার্তা পেয়েছে বলে দাবি করে|

কিন্তু আত্মাদের পরীক্ষা কর

এটি এইভাবে অনুদিত হতে পারত “ কিন্তু ভাববাদী যা বলে তা মনোযোগ সহকারে শোনার ক্ষেত্রে নিশ্চিত হও”

মাংসে এসেছেন

“মনুষ্যরূপ ধারণ করলেন” অথবা “ একটি পার্থিব শরীরে এসেছেন”

এটি খ্রীষ্ট বিরোধীর আত্মা

এটি এইভাবে অনুদিত হতে পারত “ তারা সেই শিক্ষক যারা খ্রীষ্টের বিরোধ করে” (UDB)

যা আসছে বলে তোমরা শুনেছ

এটি এইভাবে অনুদিত হতে পারত “ তোমরা শুনেছ যে আমাদের মধ্যে সেইরকম লোকেরা আসছে|”

এবং ইতিমধ্যেই এখন জগতে আছে

এটি এইভাবে অনুদিত হতে পারত “ এমনকি এখনই তারা এখানে রয়েছে!” (UDB)