Door43-Catalog_bn_tn/1JN/03/09.md

2.0 KiB

যেকেউ ঈশ্বরের থেকে জাত

এটি একটি প্রতক্ষ্য উপবাক্য দ্বারা অনুদিত হতে পারত: “যাকেই ঈশ্বর তাঁর সন্তান তৈরী করেছেন৷” (প্রতক্ষ্য বা পরোক্ষ্য দেখুন)

পাপ করে না

“ক্রমাগতভাবে পাপ করে যেতে পারেনা” (UDB)

ঈশ্বরের বীজ

এটি পৃথিবীতে রোপিত একটি পার্থিব বীজকে তুলনা করে এবং ঈশ্বর বিশ্বাসীদের মধ্যে যে পবিত্র আত্মা স্থাপন করেন যা তাদের পাপ প্রতিরোধ এবং ঈশ্বরকে যা প্রীত করে তা করার ক্ষমতা দেয় সে অনুসারে বৃদ্ধি পায়| এটি এইভাবে অনুদিত হতে পারত “পবিত্র আত্মা|” (রূপক দেখুন)

সে ঈশ্বর থেকে জন্মেছে

এটি একটি সক্রিয় উপবাক্য দ্বারা অনুদিত হতে পারত: “ঈশ্বর তাকে নতুন আত্মিক জীবন দিয়েছেন” অথবা “সে একজন ঈশ্বরের সন্তান”

এতেই ঈশ্বরের সন্তান ও শয়তানের সন্তানেরা প্রকাশিত হয়|

এটি একটি কর্তৃবাচ্য দ্বারা অনুদিত হতে পারত: “এইভাবেই আমরা ঈশ্বরের সন্তানদের ও শয়তানের সন্তানদের চিনতে পারি|”