Door43-Catalog_bn_tn/1JN/03/07.md

1.9 KiB

প্রিয় সন্তানেরা

২:১ পদে এটির অনুবাদ দেখুন|

কাউকে তোমাদের বিপথে পরিচালিত করতে দিও না

এটি এইভাবে অনুদিত হতে পারত “কাউকে তোমাদের বোকা বানাতে দিও না” অথবা “কাউকে তোমাদের প্রতারণা করতে দিও না” (UDB)

যে ধার্মিকতা করে সে ধার্মিক, ঠিক খ্রীষ্ট যেমন ধার্মিক

এটি এইভাবে অনুদিত হতে পারত “ যে যেটা সঠিক সেটাই করে সে ঈশ্বরের প্রিয় ঠিক যেমন খ্রীষ্ট ঈশ্বরের প্রিয়|”

পাপ করে

“ বারংবার পাপ করে চলে” (UDB)

মন্দতার

“শয়তানের সাথে সম্পর্কিত” অথবা “শয়তানের মত” (UDB)

শুরু থেকে

এটি মানুষের প্রথম পাপ করার আগে সৃষ্টিকালের অতি প্রাক্কালের কথা বোঝায়| এটি এইভাবে অনুদিত হতে পারত “ সৃষ্টির আদিকাল থেকেই৷” (লক্ষ্যার্থক শব্দ দেখুন)

ঈশ্বরের পুত্রকে প্রকাশিত করা হয়েছিল

এটি এইভাবে অনুদিত হতে পারত “ঈশ্বর তাঁর পুত্রকে প্রকাশ করেছিলেন” (প্রতক্ষ্য বা পরোক্ষ দেখুন)