Door43-Catalog_bn_tn/1JN/02/22.md

1.7 KiB

যীশুই যে খ্রীষ্ট এটা যে অস্বীকার করে সে ছাড়া মিথ্যাবাদী আর কে? কারা মিথ্যাবাদী এই বিষয়টির উপর জোর দেওয়ার জন্য যোহন একটি অলঙ্কারধর্মী প্রশ্ন ব্যবহার করেছিলেন৷এটি উত্তরসহ একটি প্রশ্নরূপে অনুদিত হতে পারত : “মিথ্যাবাদী কারা? যেকেউ যীশুই যে খ্রীষ্ট তা অস্বীকার করে|” (অলঙ্কারধর্মী প্রশ্নাবলী দেখুন)

যীশু যে খ্রীষ্ট তা অস্বীকার করে

“যীশুই যে খ্রীষ্ট এটা বলতে অস্বীকার করে” অথবা “বলে যে যীশু, খ্রীষ্ট নন”

পিতা ও পুত্রকে অস্বীকার করে

এটি এইভাবে অনুদিত হতে পারত “ পিতা ও পুত্রের সম্পর্কে সত্য বলতে অস্বীকার করে” অথবা “পিতা ও পুত্রকে প্রত্যাখান করে|”

পিতা নেই

“পিতার সাথে সম্পর্কযুক্ত নয়”

পুত্রকে স্বীকার করে

“পুত্রের সম্পর্কে সত্য বলে”

পিতা আছে

“পিতার সাথে সম্পর্কযুক্ত”