Door43-Catalog_bn_tn/1CO/14/39.md

1.0 KiB

বিভিন্ন ভাষায় কথা বলতে কাউকে নিষেধ করো না

পৌল সুস্পষ্টভাবে এটা বলেছেন যে একটি মন্ডলীর সমাবেশে বিভিন্ন ভাষায় কথা বলা অনুমোদনযোগ্য এবং গ্রহণযোগ্য।

কিন্তু সবকিছুই যাতে উপযুক্তভাবে ও শৃংখলার সাথে করা হোক

পৌল জোর দিয়েছিলেন যাতে মন্ডলীর সমাবেশগুলো একটি সুশৃঙ্খল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। যেমন: "কিন্তু সব কিছু উপযুক্তভাবে ও শৃংখলার সাথে করা হোক" বা "কিন্তু সবকিছু সুশৃঙ্খল ও উপযুক্তভাবে করা হোক"