Door43-Catalog_bn_tn/1CO/14/34.md

1.3 KiB

শান্ত থাকো

সম্ভাব্য অর্থ হল ১) কথা না বলা , 2) যখন কেউ ভাববাণী বলছে তখন কথা না বলা বা 3) মন্ডলী চলাকালীন একেবারে চুপ থাকা।

ঈশ্বরের বার্তা কী তোমাদের থেকে এসেছে? কেবল তোমাদের কাছেই কী তা এসেছে?

পৌল জোর দিয়ে বলেছিলেন যে করিন্থীয়রাই শুধুমাত্র এমন নয় যারা বোঝে যে ঈশ্বর, খ্রিস্টানদের থেকে কি চান । যেমন: "ঈশ্বরের বাক্য তোমাদের কাছে করিন্থের এসেছে এমন নয়; তোমরাই শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছা বুঝতে পার তাও নয় "(দেখুন: অলঙ্কৃত প্রশ্ন).

তোমার কাছ থেকেই এসেছে

"তোমরা" এই শব্দটি বহুবচন এবং এটা বলতে করিন্থীয় বিশ্বাসীদের বোঝান হয়েছে।