Door43-Catalog_bn_tn/1CO/14/29.md

854 B

দুই বা তিনজন ভাববাদী বলুক

সম্ভাব্য অর্থ হল ১) মন্ডলীতে শুধুমাত্র দুই বা তিনজন ভাববাদী বলুক বা 2) শুধুমাত্র দুই বা তিনজন ভাববাদী একেবারে বলুক।

কথা বলুক

যেমন: "তারা কী বলছে" (দেখুন: সক্রিয় বা নিষ্ক্রিয়)

একটি অন্তর্দৃষ্টি দেওয়া হলে

যে বসে আছে তার কাছে যদি ঈশ্বর কিছু প্রকাশিত করেন বা জ্ঞানের বাক্য দেন নবী হিসেবে কথা বলতে।