Door43-Catalog_bn_tn/1CO/13/01.md

1.1 KiB

স্বর্গদূতদের ভাষায়

সম্ভাব্য অর্থ হল ১) পৌল বাড়িয়ে বলেছিলেন তার প্রভাবের স্বার্থে এবং বিশ্বাস করেননি যে মানুষ স্বর্গদূতদের ভাষা ব্যবহার করছে 2) পৌল মনে করেন যে, যেকেউ বিভিন্ন ভাষায় কথা বলতে পারে তা আসলে স্বর্গদূতদের ভাষা।

আমি শব্দকারক পিত্তল ও ঝমঝমকারী করতাল হয়ে পড়েছি

আমি যন্ত্রর মত হয়ে পড়েছি যে প্রবল ও বিরক্তিকর শব্দ করে। (দেখুন: রূপক)

পুড়ে যাবে

প্রাচীনতম পাণ্ডুলিপি পড় "যাতে আমি অহংকারে পারি" (দেখুন: মূল পাণ্ডুলিপি)