Door43-Catalog_bn_tn/1CO/12/30.md

916 B

আমাদের সকলের কি রোগ ভাল করবার ক্ষমতা আছে?

যেমন: “আমাদের সকলের রোগ ভাল করবার ক্ষমতা নেই”

দরকারী দানগুলো পাবার জন্য আগ্রহী হও

সম্ভাব্য অর্থ হল ১) “তোমরা ঈশ্বরের কাছ থেকে দান পাওয়ার জন্য আগ্রহী হও যা মন্ডলীর সবচেয়ে সাহায্য করবে বা 2) “তোমরা সাগ্রহে, সেই দানগুলি খুঁজছো যা তোমাদের বৃহত্তর বলে মনে হয় কারণ তোমাদের মনে হয় তা পাওয়া খুবই উত্তেজনাপূর্ণ.”