Door43-Catalog_bn_tn/1CO/12/18.md

853 B

সব অংশ একই হত

যদি শরীরের প্রতিটি অংশই যদি পা হত, তাহলে বাহু বলে কিছু থাকত না, হাত, পা, বুক, বা মাথা যেগুলি শরীরের গঠনের জন্য প্রয়োজন হয়। আমরা সবাই তাহলে একটি করে পা হতাম কিন্তু নাশরীর নয়।

দেহ কোথায় থাকত?

যেমন: “সেখানে কোনো শরীর থাকত না” (দেখুন: অলঙ্কৃত প্রশ্ন)

সুতনাং এখন অনেক অংশ, কিন্তু

যেমন: “তাই এখন তারা অনেক অংশ, কিন্তু”