Door43-Catalog_bn_tn/1CO/12/01.md

1.2 KiB

আমি চাই না তুমি অজানা থাক

যেমন: “আমি চাই তুমি জান"

তোমরা বিপথে পরিচালিত হও যারা প্রাতিমা, কথা বলতে পারে না

যেমন: "অন্য মানুষরা তোমাদের প্রভাবিত করে মূর্তিপূজা করতে " (দেখুন: সক্রিয় বা প্যাসিভ ও বাগ্ধারা)

তোমরা তাদের দ্বারা পরিচালিত হও

যেমন: “তারা তোমাদের পরিচালিত করেছে”

পবিত্র আত্মার মধ্য দিয়ে না হলে কেউ বলতে পারে না

সম্ভাব্য অর্থ হল ১) "কোন খ্রীস্টান নয়, একজন ব্যক্তি যার মধ্যে ঈশ্বরের আত্মা রয়েছে, সে বলতে পারেন,"or 2) "যারা ভাববাণী বলতে পারেন ঈশ্বরের আত্মার দ্বারা তারাও নয়।"