Door43-Catalog_bn_tn/1CO/11/20.md

955 B

তোমরা যেটা খাও এটা প্রভুর ভোজ নয়

যেমন: “তোমরা ভাবতে পার প্রভুর ভোজ তোমরা পুনরায় পালন করছো, কিন্তু যে সম্মানের এটার জন্য তা দাও না"

একত্র হও

"একত্রে জড়ো হও"

ভোজন পান

যেমন:" যেখানে খাবারের জন্য জড়ো হও"

অবজ্ঞা করা

ঘৃণা বা অসম্মানের এবং অশ্রদ্ধার সাথে আচরন করা।

লজ্জা দিচ্ছ

তুচ্ছতাচ্ছিল্য, অস্বস্তি বা একটি মন্ডলীতে সবার উপস্থিতিতে অন্য আরেকজনকে ছোটো করা।