Door43-Catalog_bn_tn/1CO/03/03.md

2.5 KiB

এখনও মাংসিক

পাপিষ্ঠ বা পার্থিব ইচ্ছা অনুসারে আচরণ কর।

তোমরা কি মাংস অনুযায়ী বাস করছ

পৌল করিন্থীয়দের ধমক দিয়েছিলেন তাদের পাপিষ্ঠ আচরণের জন্য। যেমন:" তোমরা নিজেদের পাপপূর্ণ অভিলাষ অনুসারে আচরণ করছ।" (দেখুন: অলংকারবিদ্যা প্রশ্ন)

তোমরা কি মানুষের রীতিক্রমে চলছো না?

পৌল করিন্থীয়দের ধমক দিয়েছিল মানুষের রীতিক্রমে চলবার জন্য। যেমন: "তোমরা মানুষের রীতিক্রম অনুসরণ করছ।"

তোমরা কি মানুষ হিসেবে বসবাস করছ না ?

পৌল তাদের ধমক দিয়েছিল মানুষ হিসেবে বাস করবা জন্য যাদের আত্মা নেই। (দেখুন: অলঙ্কৃত প্রশ্ন)

আপল্লো কে? অথবা পৌল কে?

পৌল জোর দিয়ে বলেছিল যে, সে ও আপল্লো সুসমাচারের মূল উৎস নয় এবং সেইজন্য অনুসারী দলের তারা যোগ্য নয়।যেমন:"আপল্লো বা পৌলের অনুসারী দল গঠন করা ভুল!" (দেখুন: অলঙ্কৃত প্রশ্ন))

পরিচারক, যাদের দ্বারা তোমরা বিশ্বাসী হয়েছো

পৌল তার নিজের প্রশ্নের উত্তর দিলেন যে তিনি এবং আপল্লো ঈশ্বরের দাস। যেমন: "তোমরা সুসমাচার বিশ্বাস করেছো পৌলের ও আপল্লোর শিক্ষার মাধ্যমে। "

এক একজনকে প্রভু কর্ম দিয়েছেন

যেমন: "প্রভু পৌল ও আপল্লোকে কার্যগুলি দিয়েছেন।"