Door43-Catalog_bn_tn/1CO/01/20.md

2.1 KiB

জ্ঞানী ব্যক্তি কোথায়? পণ্ডিত কোথায়? তর্ক করবার লোকই বা কোথায়?

পৌল জোড় গলায় বলেছিল প্রকৃত জ্ঞানী মানুষকে কোথাও পাওয়া যায় না। যেমন : “ সুসমাচারের জ্ঞানের সঙ্গে তুলনা, কোন জ্ঞানী লোক নেই, কিংবা পণ্ডিত, কিংবা তর্ক করবার কেউ (দেখুন: তাত্ত্বিক প্রশ্ন)

পণ্ডিত

একজন ব্যক্তি যিনি একজন মহান চুক্তি অধ্যয়ন করেছেন বলে স্বীকৃতি পেয়েছেন ।

তর্কিক

একজন ব্যক্তি যিনি যুক্তি দেয় তিনি যা জানেন তা সম্পরকে বা যারা এই ধরনের যুক্তি

তর্কতে দক্ষ হয়
ঈশ্বর এই জগতের জ্ঞানকে কি মূর্খতায় পরিণত করেননি

পৌল এই প্রশ্ন ব্যবহার করেছেন যাতে জোড় দিয়ে দেখাতে পারেন যে ঈশ্বর এই জগতের জ্ঞানের সাথে কি করেছেন যেমন : ঈশ্বর এই জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেছেন বা ঈশ্বর একটা বার্তা ব্যবহার করেছিল যে তাদের চিন্তা বোকাবোকা ছিল (UDB) (দেখুন: অলঙ্কৃত প্রশ্ন)

যারা বিশ্বাস করে

সম্ভাব্য অর্থ হল 1) " যারা এটা বিশ্বাস করে" (UDP) বা 2) "যারা তাকে বিশ্বাস করে."