translationCore-Create-BCS_.../bible/other/bookoflife.md

2.1 KiB

জীবন পুস্তক

সংজ্ঞা:

"জীবন পুস্তক" পরিভাষাটি তাকে উল্লেখ করতে ব্যবহার করা হত যাতে ঈশ্বর সমস্ত লোকেদের নাম লিখেছেন যাদেরকে তিনি উদ্ধার করেছেন এবং অনন্ত জীবন দান করেছেন I

  • প্রকাশিত বাক্য এই বইটিকে "মেষ শাবকের জীবনের পুস্তক" বলে উল্লেখ করেছেন I এটিকে "ঈশ্বরের মেষ শাবক যীশুর অধীনে থাকা জীবন পুস্তক" হিসাবে অনুবাদ করা যেতে পারে I ক্রূশের উপরে যীশুর বলিদান লোকেদের পাপের মূল্য প্রদান করেছিল যাতে তারা তাঁর উপরে বিশ্বাসের মাধ্যমে অনন্ত জীবন পেতে পারে I
  • এছাড়াও "পুস্তকের" জন্য শব্দকে "পুঁথি" বা "চিঠি" বা "লেখা" বা আইনী নথি" বোঝাতে পারে I এটি আক্ষরিক বা আলঙ্কারিক হতে পারে I

(এছাড়াও দেখুন: চিরস্থায়ী, মেষ শাবক, জীবন, বলিদান, পুঁথি)

বাইবেলের উল্লেখ সমূহ:

বাক্যের তথ্য:

  • শক্তিশালীর: H2416, H5612, G09760, G22220