# প্রভু যীশু পুরুষটিকে অনন্ত জীবনের অধিকারী হওয়ার জন্য প্রথমে কি করতে বলেছিলেন? প্রভু যীশু পুরুষটিকে বলেছিলেন যে, সে যেন হত্যা না করে, ব্যভিচার না করে, চুরি না করে, মিথ্যে সাক্ষী না দেয়, প্রবঞ্চনা না করে আর মাতা ও পিতার সম্মান করে.