# আথীনীতে পৌল কোন বেদী পেয়েছিলেন, যার বিষয়ে তিনি লোকেদের বর্ণনা দিতে চেয়েছিলেন? পৌল একটি মুদ্রিত বেদী পেয়েছিলেন, যেটিতে লেখা ছিল ‘অপরিচিত দেবের উদ্দেশে,’ যার বিষয়ে তিনি লোকেদের বর্ণনা দিতে চেয়েছিলেন.