# For if the inheritance comes by the law, then it no longer comes by promise পৌল এমন একটি পরিস্থিতির কথা বলছেন যা অবস্থান করে নি জোর দিয়ে বলতে যে উত্তরাধিকার কেবল প্রতিশ্রুতির মাধ্যমেই এসেছে। বিকল্প অনুবাদ: ""উত্তরাধিকার প্রতিশ্রুতির মাধ্যমে আমাদের কাছে আসে, কেননা আমরা ঈশ্বরের ব্যবস্থার দাবিগুলোকে মেনে চলতে পারিনি"" (দেখুন: [[rc://*/ta/man/translate/figs-hypo]]) # inheritance ঈশ্বর বিশ্বাসীদের যা প্রতিশ্রুতি দিয়েছেন তাকে পাওয়ার কথা বলা হয় এটি যেন পরিবারের একজন সদস্যের কাছ থেকে প্রাপ্ত উত্তরাধিকারের একটি সম্পত্তি ও সম্পদ ছিল এবং এবং অনন্তকালীন আশীর্বাদ সমূহ ও মুক্তি ছিল। (দেখুন: [[rc://*/ta/man/translate/figs-metaphor]])