# 1 যোহন05 সাধারণ নোট সমুহ ## এই অধ্যায়ে বিশেষ ধারণা গুলো ### ঈশ্বর থেকে জন্ম নেওয়া লোকেরা যখন যীশুতে বিশ্বাস করে, তখন ঈশ্বর তাদেরকে তাঁর সন্তান করেন এবং তাদের অনন্ত জীবন দান করেন।(দেখুন: [[rc://*/tw/dict/bible/kt/believe]]) ### খ্রীষ্টিয় জীবন যাপন যে লোকেরা যীশুতে বিশ্বাস করে তাদের ঈশ্বরের আদেশ পালন করা উচিত এবং তার সন্তানদেরকে ভালবাসা উচিত ## এই অধ্যায়ে অনুবাদ করার অন্যান্য সম্ভাব্য সমস্যাগুলো ### মৃত্যু যখন যোহন মৃত্যু সম্পর্কে লিখেছেন এই অধ্যায়ে তিনি শারীরিক মৃত্যুকে বুঝিয়েছেন।(দেখুন: [[rc://*/tw/dict/bible/other/death]]) ### ""গোটা বিশ্ব শয়তানের হাতে রয়েছে"" ""মন্দ” শব্দটি শয়তানকে বোঝায়।ঈশ্বর তাকে বিশ্বের শাসন করার অনুমতি দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বর সব কিছুর উপর নিয়ন্ত্রণে আছেন।ঈশ্বর তাঁর সন্তানদের কে মন্দ থেকে রক্ষা করেন।(দেখুন: [[rc://*/tw/dict/bible/kt/satan]])