# 1 করিন্থীয়ান 11 সাধারণ নোট সমূহ ## সংরচনা এবং বিন্যাস এটি চিঠিটির একটি নতুন বিভাগের সূচনা হচ্ছে (অধ্যায় 11-14)। পৌল এখন মন্ডলীর উপযুক্ত সেবা কার্য সম্পর্কে আলোচনা। এই অধ্যায়ে, তিনি দুটি ভিন্ন সমস্যার বিহিত করেন: মন্ডলী পরিষেবাগুলোর ক্ষেত্রে মহিলারা (পদ সমূহ 1-16) এবং প্রভুর ভোজ (পদ সমূহ 17-34)। ## এই অধ্যায়ের মধ্যে বিশেষ ধারণাগুলো ### একটি মন্ডলীর সেবাকার্য়ের মধ্যে মধ্যে উপযুক্ত আচরণ ### অশোভন নারী এখানে পৌল এর নির্দেশগুলোকে পণ্ডিতদের মধ্যে বাদানুবাদ করা হয়। সেখানে এমন নারী থাকতে পারে যারা তাদের খ্রিষ্টিয় স্বাধীনতার অপব্যবহার করছে এবং প্রতিষ্ঠিত সাংস্কৃতিক প্রথা সমূহের বিরুদ্ধে গিয়ে মন্ডলীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের কার্যকলাপ যে বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল তা তাকে উদ্বিগ্ন করে তুলত । ### প্রভুর ভোজ যে ভাবে করিন্থীয়রা প্রভুর ভোজ পরিচালনা করছিল সেই বিষয়ে সমস্যা ছিল৷ তারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করত না। প্রভুর ভোজের সঙ্গে ভোজ উত্সব পালনের সময়ে তাদের মধ্যে কতিপয় ভাগ না করেই নিজেদের খাদ্য খেত। তাদের মধ্যে কতিপয় মাতাল হয়ে পড়ত, যখন দরিদ্র মানুষরা ক্ষুধার্ত থাকত। পৌল শিক্ষা দিয়েছিলেন বিশ্বাসীরা যখন পাপ করছিল তখন যদি তারা প্রভুর ভোজে অংশগ্রহণ করে অথবা তারা একে অপরের সাথে ভগ্ন সম্পর্কের মধ্যে থাকে তবে তারা খ্রীষ্টের মৃত্যুকে অসম্মান করত। (দেখুন: [[rc://*/tw/dict/bible/kt/sin]] এবং [[rc://*/tw/dict/bible/kt/reconcile]]) ## এই অধ্যায়টিতে বক্তৃতাটির গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ### অলংকৃত প্রশ্ন সমূহ পৌল তার প্রস্তাবিত উপাসনার নিয়মাবলী অনুসরণ করতে অনিচ্ছুক লোকদেরকে ভর্ত্সনা করার জন্য অলংকৃত প্রশ্নগুলির ব্যবহার করেন। (দেখুন: [[rc://*/ta/man/translate/figs-rquestion]]) ### মাথা পৌল 3 পদে কর্তৃত্বের জন্য একটি উপলক্ষণ হিসাবে এবং আবারও 4 এবং অনুসৃত পদে ব্যক্তির প্রকৃত মস্তক কে বোঝাতে ""মাথা"" কে ব্যবহার করেন। যেহেতু তারা এতটাই একত্রিতভাবে ঘনিষ্ঠ, তাই সম্ভবত পৌল ইচ্ছাকৃতভাবে এই ভাবে ""মাথা"" ব্যবহার করেন। এটা দেখাবে যে এই পদগুলির মধ্যে ধারণাগুলো সংযুক্ত ছিল। (দেখুন: [[rc://*/ta/man/translate/figs-metonymy]])