bn_tn_old/heb/04/08.md

8 lines
1.5 KiB
Markdown
Raw Permalink Normal View History

2020-12-30 02:04:13 +00:00
# Connecting Statement:
এখানে লেখক বিশ্বাসীদের সতর্ক করেন অবাধ্য না হতে কিন্তু ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করতে প্রস্তাব দেন । তিনি তাদের মনে করিয়ে দেন যে, ঈশ্বরের বাক্য তাদের দোষী করবে এবং তারা আস্থা সহকারে প্রার্থনা করতে পারে যে ঈশ্বর তাদের সাহায্য করবেন।
# if Joshua had given them rest
ঈশ্বরের দ্বারা প্রদত্ত শান্তি ও নিরাপত্তা যেমনটি বলা হয় তারা বিশ্রাম পাবে যা যিহোশূয় দিতে পারতেন। বিকল্প অনুবাদ: ""যদি যিহোশূয় ইস্রায়েলীয়দের সেই স্থানে স্থানান্তরিত করেন যেখানে ঈশ্বর তাদের বিশ্রাম দেবেন""অথবা ""যদি যিহোশূয়ের সময় ইস্রায়েলীয়রা ঈশ্বরের বিশ্রামের আশীর্বাদগুলি উপভোগ করতেন"" (দেখুন: [[rc://*/ta/man/translate/figs-metaphor]])