bn_tn_old/gal/03/22.md

8 lines
1.8 KiB
Markdown
Raw Permalink Normal View History

2020-12-30 02:04:13 +00:00
# scripture imprisoned everything under sin. God did this so that the promise to save us by faith in Jesus Christ might be given to those who believe
অন্যান্য সম্ভাব্য অর্থ সমূহ হল 1) ""যেহেতু আমরা সকলে পাপ করি, ঈশ্বর সমস্ত কিছুকে ব্যবস্থার নিয়ন্ত্রণে রাখেন, যেমনটা তাদেরকে কারাগারে রাখা, যাতে তিনি যিশুর প্রতি বিশ্বাসীদেরকে যা প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি তাদেরকেও দিতে পারেন যারা বিশ্বাস করে । ""অথবা 2)"" যেহেতু আমরা পাপ করি, ঈশ্বর সমস্ত কিছু ব্যবস্থার নিয়ন্ত্রণে রেখেছিলেন, যেমনটা তাদেরকে কারাগারে রাখা। তিনি এই কাজ করেছিলেন কেননা তিনি যিশুর প্রতি বিশ্বাসীদের যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি তাদেরকেও দিতে চান যারা বিশ্বাস করে।
# scripture
পৌল শাস্ত্রবাক্যকে ব্যবহার করছেন যেন এটি একজন ব্যক্তি ছিলেন এবং ঈশ্বরের কথা বলছেন, যিনি শাস্ত্রবাক্য রচনা করেছিলেন। বিকল্প অনুবাদ: ""ঈশ্বর"" (দেখুন: [[rc://*/ta/man/translate/figs-personification]])