bn_tn_old/1co/10/01.md

16 lines
1.3 KiB
Markdown
Raw Permalink Normal View History

2020-12-30 02:04:13 +00:00
# Connecting Statement:
পৌল তাদেরকে প্রাচীন যিহুদী পিতাদের 'অনৈতিকতা এবং মূর্তিপূজার অভিজ্ঞতা সমূহের দৃষ্টান্তগুলোর কথা মনে করিয়ে দেন।
# our fathers
পৌল যাত্রা পুস্তকের মধ্যে মোশির সময়ের কথা উল্লেখ করছেন যখন মিশরীয় সেনাবাহিনীর দ্বারা তাড়া খেয়ে ইস্রায়েলীরা রেড সাগরের মধ্য দিয়ে পালিয়ে যায়। ""আমাদের"" শব্দটি নিজেকে এবং করিন্থীয়দেরকে বোঝায় এবং এটি অন্তর্ভুক্ত হচ্ছে। (দেখুন: [[rc://*/ta/man/translate/figs-inclusive]])
# passed through the sea
এই সমুদ্র দুই নামে পরিচিত, লোহিত সাগর এবং নল খাগড়ার সমুদ্র।
# passed through
পায়ে চলার মাধ্যমে বা ""ভ্রমনের মাধ্যমে