# বাজারে একটি মিলনস্থল যেখানে খাদ্য কিনতে এবং বিক্রি করা হয়। # পৃথিবীতে যা আছে তা প্রভুরই, এবং তা পরিপূর্ণ ঈশ্বর এই পৃথিবী এবং সবকিছুর সৃষ্টি করেছেন। # বিবেকের থেকে প্রশ্ন জিজ্ঞাসা না করে বিবেকের খাতিরে খাদ্য যেখান থেকে এসেছে সেটা না জানাই ভাল, সব খাদ্য ঈশ্বরের থেকেই এসেছে যদিও বা তা মূর্তির সামনে অর্পণ করা হোক বা না হোক।