# পলায়ন কর একটি ব্যক্তির কোনো বিপদ থেকে পালিয়ে যাওয়ার চিত্রকে তুলনা করা হয়েছে একটি ব্যক্তির পাপের প্রত্যাখ্যান করবার যে আধ্যাত্মিক চিত্র তার সাথে। যেমন: “এখান থেকে পলায়ন করো" # লিপ্ত যেমন : "করা" অথবা "কার্য সম্পাদন করা" # "মানুষ অন্য যে কোন পাপ করে, তা তার দেহের বহির্ভুত"—কিন্তু ব্যভিচার মানুষ নিজের দেহের দ্বারাই করে ব্যভিচার করলে তার নিজস্ব শরীর অসুস্থ হয়ে পড়তে পারে, কিন্তু অন্যান্য পাপ শারীরিকভাবে ক্ষতি করে না এইএকই ভাবে।