# তোমরা কি জান না তিনি জোর দিয়েছেন যে তাদের ইতিমধ্যে এই সত্য জানা উচিত। যেমন: "তোমরা ইতিমধ্যে তা জান" (দেখুন: অলঙ্কৃত প্রশ্ন) # ঈশ্বরের রাজ্যের অধিকারী ঈশ্বর বিচারের সময় তাদের ধার্মিক বলে বিচার করবে না এবং তারা অনন্ত জীবনে প্রবেশ করবে না। # পুরুষ ব্যভিচারী এই পুরুষ যারা নিজেকে যৌনগতভাবে অপর পুরুষের উপর সমর্পিত, অর্থের বিনিময়েই যে কেবলমাত্র তা করে সেরকম নয়। # যারা সমকামি পুরুষ যারা অন্য মানুষের সঙ্গে যৌন সম্পর্ক করে। # চোর "যে ব্যক্তি অন্যদের কাছ থেকে চুরি করে" অথবা "ডাকাত" # লোভী যেমন : "যে লোকেরা বেশী করে নেয় বলে অন্যদের জন্য যথেষ্ট পরিমান থাকে না" # জোচ্চোর যেমন : "প্রতারক" অথবা "লোক যাকে বিশ্বাস করে তাদের থেকে চুরি যারা করে" # তোমরা ধৌত হয়েছ ঈশ্বর তোমাদের শুদ্ধ করেছেন (দেখুন: সক্রিয় বা পরোক্ষ) # তোমরা পবিত্রকৃত হয়েছে ঈশ্বর তোমাদের পবিত্র বা পবিত্রীকৃত করেছেন (দেখুন: সক্রিয় বা পরোক্ষ) # তুমি ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হয়েছে ঈশ্বর তোমাদের তার সাথে ধার্মিক করেছেন (দেখুন: সক্রিয় বা পরোক্ষ)