# আমরা খ্রীষ্টের নিমিত্ত মূর্খ, কিন্তু তোমরা খ্রীষ্টেতে বুদ্ধিমান পৌল জগতের দৃষ্টিভঙ্গি ও খ্রীষ্টে বিশ্বাসী খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গির পার্থক্য দেখানোর জন্য বিপরীত দুটি বাক্য ব্যবহার করেছেন। # আমরা দুর্বল, কিন্তু তোমরা বলবান পৌল জগতের দৃষ্টিভঙ্গি ও খ্রীষ্টে বিশ্বাসী খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গির পার্থক্য দেখানোর জন্য বিপরীত দুটি বাক্য ব্যবহার করেছেন। # তোমরা গৌরবান্বিত "মানুষরা করিন্থীয়দের সম্মানের একটি স্থান দিয়েছেন" # আমরা অনাদৃত “মানুষরা আমাদের প্রেরিতদের অসম্মানের স্থান দিয়েছেন" # এই মুহূর্ত পর্যন্ত যেমন : "এখন পর্যন্ত" বা " এই পর্যন্ত" # নির্মমভাবে পিটিয়ে যেমন : "শারীরিকভাবে কষ্টকররুপে পিটিয়ে শাস্তি দেওয়া"