# সেই দিন আয়োজনের দিন "সেই দিনটিতে যখন মানুষেরা প্রস্তুত হয়েছিল যিহুদিদের বিশ্রামের দিন নামক বিশ্রামবার" (UDB) # বিশ্রামবার প্রায় শুরু হয়েছিল "এটা ঠিক সূর্য অস্ত যাচ্ছিল, আর বিশ্রামবার শুরু হতে যাচ্ছিল" (UDB)। শুরু কথাটি এখানে দিন শুরু হবার জন্য একটি রুপকালঙ্কার। (দেখুন: রুপকালঙ্কার) # যারা তাঁর সঙ্গে গালীল থেকে এসেছিল "যারা যীশুর সঙ্গে গালীল দেশ থেকে এসেছিল" # পিছন পিছন গিয়েছিল "যোষেফের পিছন পিছন গিয়েছিল এবং মানুষেরা যারা তাঁর সঙ্গে ছিল" (দেখুন: রুপকালঙ্কার) # কবরটি দেখেছিল "স্ত্রীলোকগুলি কবরটি দেখেছিল" # কেমন করে দেহটি শুয়ে রেখেছিল "স্ত্রীলোকগুলি দেখেছিল কেমন করে মানুষটি যীশুর দেহ কবরের মধ্যে রেখেছিলেন" # তারা ফিরে গিয়েছিল "স্ত্রীলোকগুলি তারা যেখানে বাস করত সেই বাড়িতে চলে গেল" (UDB) # সুগন্ধি দ্রব্য এবং তেল প্রস্তুত করলো "যীশুর দেহ কবর দেবার জন্য প্রস্তুতির জন্য সুগন্ধি দ্রব্য ও তেল প্রস্তুত করলো" # তারা বিশ্রাম নিল "স্ত্রীলোকগুলি কোনো কাজ করলো না" # আদেশ অনুযায়ী "যিহুদী আইন অনুযায়ী" অথবা "যেমন যিহুদী আইনের প্রয়োজনে" অথবা "যেমন মোশির দ্বারা দেওয়া ব্যবস্থার প্রয়োজনে"