Door43-Catalog_bn_tn/1CO/09/03.md

12 lines
1.6 KiB
Markdown
Raw Normal View History

2017-08-29 23:21:29 +00:00
# ভোজন পান করার অধিকার কি আমাদের নেই?
যেমন: "আমাদের মন্ডলী থেকে ভোজন ও পানীয় গ্রহণ করবার পরম অধিকার আছে." (দেখুন: অলঙ্কৃত প্রশ্ন)
# আমরা
বলতে পৌল ও বার্ণবাকে বোঝায়।
# অন্য সকল প্রেরিত ও প্রভুর ভাতৃগন ও কৈফা, এদের মতো আমাদের স্ত্রীকে, যারা ধার্মিক তাদের কি আমাদের সাথে নেওয়ার আধিকার নেই?
যেমন : "যদি আমাদের স্ত্রীরা বিশ্বাসী হন, আমাদের সেই অধিকার আছে যাতে তাদের আমরা সাথে নিতে পারি যেহেতু এই আধিকার অন্য প্রেরিত ও প্রভুর ভাতৃগন ও কৈফারও আছে।
# তাহলে কি এটা বার্ণবা ও আমি, যাদের কাজ করতেই হবে?
যেমন: "বার্ণবা ও আমার কাজ না করার অধিকার আছে." বা "কিন্তু তোমরা ভাব বার্ণবা এবং আমি অর্থ উপার্জন করার জন্য কাজ করি." (দেখুন: অলঙ্কৃত প্রশ্ন)