Door43-Catalog_bn_tn/1CO/08/01.md

18 lines
1.8 KiB
Markdown
Raw Normal View History

2017-08-29 23:21:29 +00:00
# এখন সম্পর্কে
পৌল পরের প্রশ্নে যাওয়ার জন্য এই শব্দগুচ্ছ ব্যবহার করেছেন যা করিন্থীয়রা তাকে জিজ্ঞাসা করেছিলেন।
# প্রতিমার সামনে উৎসর্গ করা ভোজন
পৌত্তলিক উপাসকরা শস্য, মাছ, পাখি বা মাংস দেবতার কাছে উৎসর্গ করত। পুরোহিতরা বেদীর উপর এটির একটি অংশ পুড়িয়ে দিত। পৌল অবশিষ্ট অংশ নিয়ে বলত, যা উপাসকদের ফিরিয়ে দেওয়া হত বা বাজারে বিক্রি করত।
# আমরা জানি যে, "আমাদের সকলের জ্ঞান আছে"
পৌল যে উদ্ধৃতি দিয়েছেন তা কিছু করিন্থীয়রা ব্যবহৃত করত। যেমন: "আমরা সবাই জানি, তোমরা নিজেরা এই কথা বলতে পছন্দ কর, যে 'আমাদের সবার জ্ঞান আছে।"
# গর্ব্বিত করে
"একজনকে গর্বিত করে তোলে" বা "একজন নিজে যা তার থেকে বেশী কিছু মনে হয়"
# মনে করে সে কিছু জানে
"বিশ্বাসীরা সব কিছু সম্পর্কে কিছু কিছু জানেন"
# সে তার জানা বা চেনা লোক
"ঈশ্বর সেই ব্যক্তিকে জানেন"