Door43-Catalog_bn_tn/1CO/05/06.md

9 lines
1.3 KiB
Markdown
Raw Normal View History

2017-08-29 23:21:29 +00:00
# তোমরা কি জান না যে, অল্প তাড়ী সূজীর সমস্ত তাল তাড়ীময় করে ফেলে?
ঠিক যেমন সামান্য একটু তাড়ী পুরো রুটিতে ছড়িয়ে পড়ে, তাই একটু পাপও বিশ্বাসীদের সমগ্র সহভাগীতাকে প্রভাবিত করতে পারে। (রূপক দেখুন)
# উৎসর্গ করা হয়েছে
"প্রভু ঈশ্বর খ্রীষ্ট যীশুকে উৎসর্গ করেছেন" (দেখুন: সক্রিয় বা পরোক্ষ)
# খ্রীষ্ট, আমাদের নিস্তারপর্বের মেষকে, উৎসর্গ করা হয়েছে
যেমন প্রতি বছর নিস্তারপর্বের মেষ বিশ্বাস দ্বারা ইস্রায়েলের পাপ ঢাকে, সেইরকম খ্রিস্টের মৃত্যু সমস্ত পাপাচার ঢাকে যারা অনন্তকালের জন্য খ্রীষ্টে বিশ্বাসী। (দেখুন: রূপক)