Door43-Catalog_bn_tn/1CO/04/08.md

13 lines
1.5 KiB
Markdown
Raw Normal View History

2017-08-29 23:21:29 +00:00
# ইতিমধ্যে
পৌল নিজের বক্তব্য প্রকাশ করার জন্য বিদ্রূপ বা তীব্র বক্রোক্তি ব্যবহার করেছেন।
# ঈশ্বর আমাদের প্রেরিত হিসেবে দেখিয়েছেন … পৌল দুভাবে বলেছেন, কিভাবে ঈশ্বর তাঁর প্রেরিতদের প্রদর্শন করেছেন যাতে বিশ্ব তাদের দেখতে পায়। (দেখুন: উপমা)
# আমাদের প্রেরিত হিসেবে দেখিয়েছেন
ঈশ্বরের প্রেরিতদের দেখিয়েছেন, রোমান সামরিক কুচকাওয়াজে শেষের বন্দীদের মত যাদের কার্য সম্পাদনের আগে অপমান করা হয়। (দেখুন: রূপক)
# মৃত্যুদণ্ডে দণ্ডিত মানুষদের মত
ঈশ্বর প্রেরিতদের দেখিয়েছেন, যাদের কার্য সম্পন্ন তাদের মতো।(দেখুন: রূপক)
# দূতগনের ও মনুষ্যগনের
অতিপ্রাকৃত এবং মানবজাতি উভয়ের জন্য।