Door43-Catalog_bn_tn/1CO/03/18.md

18 lines
1.6 KiB
Markdown
Raw Normal View History

2017-08-29 23:21:29 +00:00
# কেহ আপনাকে বঞ্ছনা না করুক
কেউ এই মিথ্যায় বিশাস করবে না যে, সে নিজে এই বিশ্বের প্রজ্ঞাময় ব্যক্তি।
# এই যুগে
"এখন"
# সে জ্ঞানবান হবার জন্য মুর্খ হোক
"যে ব্যক্তির গ্রহণ করা উচিত যে, বিশ্ব কি মনে করে মুর্খতার বিষয়ে, ঈশ্বরের সত্য জ্ঞান লাভ করার জন্য" (দেখুন: বিদ্রূপ)
# "তিনি জ্ঞানবানদের তাদের ধূর্ত্ততায় ধরেন"
ঈশ্বরের সেই মানুষদের ফাদে ফেলেন যারা তাদের নিজেদের ধূর্ত বলে মনে করেন, এবং তাদের নিজেদের ফন্দিকেই ব্যবহার করেন ফাদে ফেলতে।
# "প্রভু জ্ঞানীদের যুক্তি তর্ক জানেন"
যেমন:" প্রভু, তাদের পরিকল্পনা জানেন যারা নিজেদের জ্ঞানী বলে মনে করে " বা "প্রভু জ্ঞানীদের সব পরিকল্পনা শুনে ফেলেন"
# বৃথা
"অনর্থক" যেমন : " মুল্যহীন" বা "অর্থহীন"