Door43-Catalog_bn_tn/1CO/01/14.md

18 lines
1.3 KiB
Markdown
Raw Normal View History

2017-08-29 23:21:29 +00:00
# আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই
পৌল ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে, করিন্থে বেশি লোকেদের তিনি বাপ্তিস্ম দেননি
# ক্রীষ্প
তিনি সমাজ
শাসক ছিলেন, যিনি পরে খ্রিস্টান হয়েছিলেন.
# গাইয়
তিনি প্রেরিত পৌলের সঙ্গে ভ্রমণ করতেন.
# এই যাতে কেউ বলতে না পারে যে, তোমরা আমার নামে বাপ্তাইজিত হয়েছ
"আমি
আরও অনেক মানুষের বাপ্তিস্ম দিতে বিরত, কারণ আমি ভীত যে তারা পরে গর্ব বোধ করতে পারে যে আমি তাদের বাপ্তিস্ম দিয়েছি বোলে"
# স্তিফানের পরিবার
এটা বলতে বোঝায় এই পরিবারের সদস্য ও বাড়ির ক্রীতদাসদের, যেখানে স্টিফেন প্রধান ছিলেন.