Door43-Catalog_bn_tn/JUD/01/09.md

26 lines
1.9 KiB
Markdown
Raw Permalink Normal View History

2017-08-29 23:21:29 +00:00
# দেহের বিষয়ে বাদানুবাদ
" দেহের অধিকার কার কাছে থাকবে সেই বিষয়ে তারা বাদানুবাদ কর ছিল l" (অন্যান অনুবাদ): "দেহের দখল কে নেবে সেই বিষয়ে বাদানুবাদ করছিল |" (দেখ স্পষ্ট এবং অন্তর্নিহিত ভাবে )
# (মীখায়েল) তার বিরুদ্ধে কিছু বলতে সাহস করেনি
মীখায়েল পুনরায় শয়তানকে ধমক দিলেন l
অন্যান্য অনুবাদ: "তিনি রেখেছিলেন"
# নিন্দিত অথবা ব্যঙ্গোক্তি
"শক্তিশালী উপহাস অথবা অসম্মান জনক কথা"
# কিন্তু এই লোকগুলো
"এই লোকগুলো" আগে বলা হয়েছে লোকগুলো অধার্মিক l
# সব কিছুতে নিন্দা করে যা তারা বোঝে না
"কোনো কিছুর বিরুদ্ধে অসন্মানজনক কথা বলত
যার মানে তারা বোঝে নি"
# কয়িনের পথে
কয়িন তার ভাই হেবলকে হত্যা করেছিল l
# বেতনের জন্য বালাম ভুল পথে গেছে
বালাম টাকার জন্য চিৎকার করে ভাববাণী বলেছিল l
# কোরহের প্রতিবাদ
মোশির অধিনায়কত্বে এবং আরনের পালকত্বের বিরুদ্ধে কোরহ প্রতিবাদ করেছিল l