Door43-Catalog_bn_tn/JUD/01/05.md

25 lines
1.8 KiB
Markdown
Raw Permalink Normal View History

2017-08-29 23:21:29 +00:00
# আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই
"আমি চাই তোমরা মনে কর "
# তোমরা সব কিছু জানো
যিহুদা প্রধাণত মোশির লেখাকে উল্লেখ করেছিলেন যা তারা শিখেছিল l
অন্যান্য অনুবাদ:"তোমরা মোশির লেখা পড়েছ l"(দেখ: স্পষ্ট এবং অন্তর্নিহিত )
# একসময় ঈশ্বর মিশর দেশ থেকে এক ব্যক্তিকে উদ্ধার করেন
"বহুকাল আগে ঈশ্বর ইস্রায়েলীদের মিশর দেশ থেকে উদ্ধার করেন"
# কিন্তু তারপর
"কিছু সময় পর" অথবা " পরে কিছু ঘটেছিল"
# ...তাদের নিজস্ব ব্যক্তিত্ব
যে স্বর্গ দূতেরা তাদের আধিপত্য অথবা অধিকারবোধ ধরে রাখতে পারে নি l
# তারা সঠিক বাসস্থান ত্যাগ করেছিল
"তারা তাদের নিজের আরোপিত জায়গা ত্যাগ করলো"
# ঈশ্বর চিরকালের জন্য তাদের শিকলে বেঁধে অন্ধকারে নিক্ষেপ করেছিলেন
"ঈশ্বর এই স্বর্গ দূতদের অন্ধকারের কারাগারে আটক করেছিল"
# ...মহাদিন
শেষ দিনে, ঈশ্বর সব লোকের বিচার করবেন l